শিরোনাম
স্কুল শিক্ষার্থীদের অ্যাকাউন্টস বেড়েছে ২৮ শতাংশ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৭, ১১:১২
স্কুল শিক্ষার্থীদের অ্যাকাউন্টস বেড়েছে ২৮ শতাংশ
প্রিন্ট অ-অ+

স্কুল শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রতি আগ্রহ বাড়ছে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্কুল শিক্ষার্থীদের একাউন্টস বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


২০১৭ সালের জুন পর্যন্ত সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় স্কুল ব্যাংকিং এ্যাকাউন্টস বেড়েছে ২৮ দশমিক ২০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের (বিবি) আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুন পর্যন্ত সময়ে দেশের ৫৬টি তফসিলী ব্যাংকের ১৩ লাখ ৩৪ হাজার ৩৪৩টি স্কুল ব্যাংকিং এ্যাকাউন্টসে ১ হাজার ১২৮ কোটি ৭৩ লাখ টাকা জমা পড়েছে। আগের বছর একই সময়ে ১১ লাখ ৮২ হাজার ১৭৯টি স্কুল ব্যাংকিং একাউন্টসে জমা হয়েছিল ৮৮০ কোটি ৪০ লাখ টাকা।


পল্লী এলাকার চেয়ে শহরাঞ্চলে স্কুল ব্যাংকিং সার্ভিস অধিক জনপ্রিয় এ কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ১৩ লাখ ৩৪ হাজার ৩৪৩টি স্কুল ব্যাংকিং একাউন্টসের মধ্যে শহর এলাকায় ৮ লাখ ১২ হাজার ৪২৩টি এবং পল্লী অঞ্চলে ৫ লাখ ২১ হাজার ৯১৫টি একাউন্টস খোলা হয়েছে।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com