শিরোনাম
‘বিজবিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ জিতেছে আমার এমপি
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১১:১৭
‘বিজবিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ জিতেছে আমার এমপি
হবিগঞ্জ, সিলেট
প্রিন্ট অ-অ+

দি ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেস আমারএমপি কে বিজবিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের বিজয়ী হিসেবে নির্বাচিত করেছে।


দি ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেস এর প্রধান নির্বাহী কর্মকর্তা মি জেসাস মোড়ান, সম্প্রতি পাঠানো একটি চিঠিতে আমারএমপি এর চেয়ারম্যান মি সুশান্ত দাস গুপ্ত কে বলেন, ‘আমাদের ব্যবসায়ীক উৎকৃষ্টতা নির্ধারণের মাপকাঠি যেমন, বিজনেস লিডারশীপ, উৎকৃষ্ট পণ্য এবং পরিষেবা, ম্যানেজমেন্ট সিস্টেম, উদ্ভাবন এবং সৃজনশীলতা, কর্পোরেট সামাজিক দায়িত্ব এবং ফলাফল অর্জন– এসব ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান আমারএমপি ধারাবাহিকভাবে উন্নতি করছে।’


আমারএমপি এর ধারাবাহিক সফলতা অর্জনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। আমারএমপি কে পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমন্ত্রণও জানিয়েছেন মোড়ান।


উল্লেখ্য যে, পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠান তিনটি দেশের তিনটি শহর - দুবাই, প্রাগ এবং মিয়ামি বিচ এ অনুষ্ঠিত হবে।


দি ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেস এর এই অনন্য স্বীকৃতি গ্রহণ করে মি দাস গুপ্ত বলেন, "এই স্বীকৃতিটি আমারএমপি টিমকে আরও অনুপ্রাণিত করবে। আমি নিশ্চিত যে আমারএমপি এর এই অর্জনটি আমাদের অ্যাম্বাসেডর, স্বেচ্ছাসেবী এবং বন্ধুদের অনুপ্রাণিত করবে। তারা বিভিন্ন সরকারী বিভাগ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নাগরিক সেবাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।’


তিনি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে দি ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেস, বিজনেসএক্সিলেন্স অ্যাওয়ার্ডের বিজয়ী হিসেবে নির্বাচন করে আমার এমপিকে স্বীকৃতি দিয়েছে। আমরা বিজবিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড আমাদের কাজ করার মানসিকতাকে আরও দৃঢ় করেছে।’


আমার এমপিঃ আমার এমপি (https://amarmp.com) একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা যা সকল নাগরিককে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে স্বীকৃত সমস্ত মানবাধিকারকে স্বীকৃতি দিতে, বুঝতে এবং অনুশীলন করতে সহায়ক ভুমিকা পালন করে আসছে। আমার এমপি সম্প্রতি দক্ষিণ এশিয়া এমবিলিওন্থ অ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করেছে। আমার এমপি ছিল একমাত্র বাংলাদেশী সংস্থা যেটি ২০১৭ এই পুরস্কার পেয়েছে।


ওয়ার্ল্ডকবঃ ওয়ার্ল্ডকব (http://worldcob.org) এর কাজ হল বিশ্বব্যাপী ব্যবসায়ীক সাফল্যকে প্রচার করা, প্রতিটি দেশের প্রধান ব্যবসার এবং ব্যবসায়ীদের স্বীকৃতি এবং বৃদ্ধির জন্য বিশেষ সরঞ্জাম ও সেবার স্বীকৃতি দেয়া। সংস্থাটির তিন হাজারের বেশি সদস্য রয়েছে যারা ১০০ টিরও বেশি দেশের প্রতিনিধিত্ব করে।


বিবার্তা/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com