শিরোনাম
অ্যালায়েন্সের সেফটি স্বীকৃতি পেল ২৯ প্রতিষ্ঠান
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৭, ১৮:১৫
অ্যালায়েন্সের সেফটি স্বীকৃতি পেল ২৯  প্রতিষ্ঠান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির স্বীকৃতি পেয়েছে ২৯টি প্রতিষ্ঠান। এ ক্রেতা জোটের তত্ত্বাবধানে থাকা এসব কারখানার শতভাগ সংস্কারকাজ গত মাসে শেষ হয়েছে। এ নিয়ে সংস্কার পরিকল্পনা অনুযায়ী (ক্যাপ) শতভাগ সংশোধন শেষ করেছে এ জোটের ১৯৫টি কারখানা।


রবিবার অ্যালায়েন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, ওয়ার্কার সেফটির স্বীকৃতি পাওয়া নতুন কারখানাগুলো হলো- এআরকে ওয়াশিং, আয়েশা ক্লথিং কর্পোরেশন, আয়েশা ওয়াশিং, ব্যাবিলন ট্রিমস (পিকেজি), সিভিক অ্যাপারেলস, কালার সিটি, কলোসাস অ্যাপারেল ইউনিট-২, কনফিডেন্স ইন্ডাস্ট্রিজ, কর্টজ অ্যাপারেল, ডিবি টেক্স, ঢাকারিয়া, ডিএনভি ক্লথিং, জেনেবাল নাসা ওয়্যার, হামজা টেক্সটাইল, ইম্প্রেসিভ গার্মেন্ট, ইন্টিমেট অ্যাটায়ার, মাহদিন সোয়েটার, মাম গার্মেন্টস, মানসিন কোং, মারিনা অ্যাপারেলস, মাইমুম টেক্সটাইল, নাসা বেসিক, নাসা ফ্যাশন, নাসা হাইটেক ওয়্যার, ওয়ান কম্পোজিট মিলস, ট্রাই অন সু ম্যাটেরিয়াল বিডি, সান অ্যাপারেল, সামজের রেজিয়া ফ্যাশন ও সিভিল ইঞ্জিনিয়ার্স।


বিজ্ঞপ্তিতে অ্যালায়েন্স জানিয়েছে, ২০১৮ সালের মধ্যে তারা সংশ্লিষ্ট কারখানায় রিয়্যালেশন সম্পন্নে কাজ করে যাচ্ছে। এছাড়া চলতি বছরের প্রথমে চিহ্নিত কিছু কারখানাকে প্রয়োজনীয় সংস্কারে ব্যর্থতার জন্য সাসপেন্ড করা হয়।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com