শিরোনাম
চাতলাপুর স্টেশন দিয়ে আমদানি-রফতানি বন্ধ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৩
চাতলাপুর স্টেশন দিয়ে আমদানি-রফতানি বন্ধ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজার ছুটি উপলক্ষে মৌলভীবাজারের শরীফপুর সীমান্ত এলাকার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে টানা ৯ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।


আগামী ৩ অক্টোবর পর্যন্ত এই আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে বন্দর সূত্রে জানা গেছে।


চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানিকারক সাইফুর রহমান ও তাসদিক হোসেন বলেন, চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের উত্তর ত্রিপুরার কৈলাসহর, ধর্মনগর ও আসামের কিছু অংশে বাংলাদেশী বিভিন্ন কোম্পানির পণ্য রফতানি হয়। এছাড়া ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী বাংলাদেশে আমদানি করা হয়। দুর্গাপূজার কারণে ভারতীয় ব্যবসায়ীরা আমদানি-রফতানি বন্ধ রেখেছেন। ফলে ৯ দিন এ কার্যক্রম বন্ধ থাকবে।


চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা হুমাইয়ুন কবির বিবার্তাকে জানান, শুল্ক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস করবেন। তবে দুই দেশের ব্যবসায়ীদের পূজার ছুটি উপভোগ করতেই টানা ৯ দিন আমদানি-রফতানি বন্ধ থাকছে চাতলাপুর শুল্ক স্টেশনে।


বিবার্তা/তানভীর/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com