শিরোনাম
রবিবার ছয় ইউনিয়নে সব ব্যাংক বন্ধ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৮
রবিবার ছয় ইউনিয়নে সব ব্যাংক বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন উপলক্ষ্যে রবিবার (২৪ সেপ্টেম্বর) দেশের চার জেলার ছয়টি ইউনিয়নের সব ব্যাংকের সব শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।


নির্বাচনী এলাকাগুলো হলো- রংপুরের পীরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন (পীরগঞ্জ, রায়পুর ও রামনাথপুর), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন, ও টাঙ্গাইল জেলা সদরের কাকুয়া, গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে নির্বাচন উপলক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সব শাখা আগামী ২৪ সেপ্টেম্বর বন্ধ থাকবে।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com