শিরোনাম
সরকারি ক্রয় কমিটিতে ৫ প্রস্তাব অনুমোদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫২
সরকারি ক্রয় কমিটিতে ৫ প্রস্তাব অনুমোদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বুধবার ১ হাজার ৬৯ কোটি টাকা ব্যয়ে পাঁচটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২১১ কোটি ৩২ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে ৫০ হাজার টন চিনি আমদানির প্রস্তাবও রয়েছে।


বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।


বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাব সম্পর্কে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।


৫০ হাজার টন আমদানির জন্য শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ক্রয় কমিটির বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, চিনি আমদানিতে প্রতি টনের দাম ৪৭০ ডলার হিসাবে মোট ব্যয় হবে ২১১ কোটি ৩২ লাখ ৩৭ হাজার টাকা। চিনি আসবে আগামী ডিসেম্বরের মধ্যে। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ইডিঅ্যান্ডএফের কাছ থেকে এ চিনি আমদানি করবে বাংলাদেশের রিয়া ইন্টারন্যাশনাল।


বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইরিগেশন ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আইএমআইপি) ফর মুহুরি ইরিগেশন প্রজেক্ট (এমআইপি)’ শীর্ষক প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজাইন কনসালট্যান্ট (পিএমডিসি) শীর্ষক কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেয়া হয়।


মোস্তাফিজুর রহমান বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ডিপোজিট ওয়ার্কস হিসেবে প্রদত্ত কক্সবাজারের সদর উপজেলার বাঁকখালী নদীর ওপর কস্তুরীঘাটে ৫৯৫ মিটার দীর্ঘ প্রিস্ট্রেড গার্ডার ব্রিজ নির্মাণকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এমবিইএল নামের একটি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি ১১ লাখ টাকা।


অতিরিক্ত সচিব বলেন, খুলনা-মংলা মহাসড়কের বাবুর বাড়ী সংযোগস্থল থেকে বাগেরহাট জেলার রামপালে নির্মাণাধীন মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ছয় কিলোমিটার দৈর্ঘ্যের দুই লেনবিশিষ্ট সংযোগ সড়ককে চার লেনবিশিষ্ট সড়কে উন্নীতকরণ ও উভয় পাশে ধীরগতির যানবাহন চলাচল উপযোগী সড়ক নির্মাণকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মেসার্স তমা কনস্ট্রাকশন। এতে ব্যয় হবে ১১৯ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকা।


বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়নাধীন ‘পূর্বাচল নতুন শহর’ শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুর অংশে (সেক্টর ১৫, ১৬, ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮) অভ্যন্তরীণ ব্রিজ নির্মাণ, অবশিষ্ট রাস্তা নির্মাণ ও প্লট পিলার স্থাপনকাজ সম্পাদনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পাদন ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি নৌবাহিনী কর্তৃক পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৫৬১ কোটি ২৬ লাখ ৭৪ হাজার টাকা।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com