শিরোনাম
বিশ্ববাজারে কৃষিপণ্যের দাম কমছে
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ০৮:৪১
বিশ্ববাজারে কৃষিপণ্যের দাম কমছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক বাজারে দাম কমেছে বেশ কয়েকটি কৃষিপণ্যের। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সোমবার গম, ভুট্টা ও সয়াবিনের দাম ছিল নিম্নমুখী। এর মধ্যে গমের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। খবর বিজনেস রেকর্ডারের।


সিবিওটিতে সোমবার সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (১ বুশেল= ৬০ পাউন্ড) সফট রেড উইন্টার হুইট বিক্রি হয় ৫ ডলার ৬ সেন্টে, যা আগের লেনদেনের তুলনায় ৪ সেন্ট কম। ৩০ জুনের পরে এদিন কৃষিপণ্যটি সবচেয়ে কম দামে বিক্রি হয়েছে। অন্যদিকে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে হার্ড রেড উইন্টার হুইট বিক্রি হয় প্রতি বুশেল ৫ ডলার ৬ সেন্টে, যা আগের লেনদেনের তুলনায় ৭ সেন্ট কম।


তবে মিনিয়াপোলিশ গ্রেইন এক্সচেঞ্জে (এমজিইএস) সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে বসন্তকালীন গমের দাম কিছুটা বেড়েছে। এখানে পণ্যটি প্রতি বুশেল ৭ ডলার ৬৭ সেন্টে বিক্রি হয়েছে, যা আগের লেনদেনের তুলনায় ৯ সেন্ট বেশি। মূলত যুক্তরাষ্ট্রের গম উৎপাদনকারী অঞ্চলগুলোয় ছড়িয়ে পড়া খরার প্রভাবে এসব অঞ্চল থেকে পণ্যটির সরবরাহ কমার সম্ভাবনার খবরে দামের এ ঊর্ধ্বমুখিতা দেখা গেছে।


এদিকে সিবিওটিতে এদিন নিম্নমুখী ছিল ভুট্টা ও সয়াবিনের দাম। দুটো পণ্যের দামই আগের লেনদেনের তুলনায় ১ শতাংশ হারে কমেছে। এদিন সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (১ বুশেল= ৫৬ পাউন্ড) ভুট্টা বিক্রি হয়েছে ৩ ডলার ৭৫ সেন্টে, যা আগের লেনদেনের তুলনায় ১ সেন্ট কম। অন্যদিকে আগস্টে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের (১ বুশেল = ৬০ পাউন্ড) দাম ছিল ৯ ডলার ৮৫ সেন্ট, যা আগের লেনদেনের তুলনায় ৪ সেন্ট কম।


বাজারবিশ্লেষক মার্ক গোল্ডের ভাষ্য অনুযায়ী, চলতি উৎপাদন মৌসুমে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য উৎপাদনকারী অঞ্চলগুলোয় বিরূপ আবহাওয়া বিরাজ করছে। আগের মৌসুমের তুলনায় এবার বৃষ্টি কম হয়েছে। ফলে বাজার বিশ্লেষকরা আবহাওয়ার ওপর ভিত্তি করেই বিভিন্ন পণ্যের সম্ভাব্য বাজারদর নিয়ে পূর্বাভাস দিচ্ছেন। এর জের ধরে বাজারে কৃষিপণ্যের দামের ওঠানামা লক্ষ করা যাচ্ছে।


এদিকে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য উৎপাদনকারী অঞ্চলগুলোর তাপমাত্রা আগামী ৬ থেকে ১৫ দিন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে এক পূর্বাভাসে জানিয়েছে কমোডিটি ওয়েদার গ্রুপ। এর ফলে এসব অঞ্চলে কৃষিপণ্যের উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে উৎপাদন কম হওয়ার সম্ভাবনায় চলতি ২০১৭-১৮ মৌসুমে যুক্তরাষ্ট্র থেকে গম রপ্তানির পরিমাণ আগের পূর্বাভাসের চেয়ে ৬ লাখ ৮০ হাজার টন কম হতে পারে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। উল্লেখ্য, দেশটি গত মৌসুমে গম রপ্তানিতে শীর্ষে ছিল। এবারের মৌসুমে যুক্তরাষ্ট্রকে হটিয়ে কৃষিপণ্যটির শীর্ষ রপ্তানিকারক দেশের তালিকায় রাশিয়া নাম লেখাবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com