শিরোনাম
রমজানে বায়তুল মুকাররমে হালাল পণ্যের প্রদর্শনী
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১৮:২১
রমজানে বায়তুল মুকাররমে হালাল পণ্যের প্রদর্শনী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র রমজান মাসে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে হালাল পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র করার উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।


বুধবার ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


এছাড়া সভায় এ সংক্রান্ত সেমিনারের আয়োজন করার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিলিভার, স্কয়ার, প্রাণ আরএফএল গ্রুপ, হামদর্দ ল্যাবরেটরিজ, মডার্ন হারবাল, সজীব গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।


মহাপরিচালক বলেন, মূলত হালাল ভোগ্য পণ্য, কসমেটিকস, ফার্মাসিউটিক্যালস ও অন্যান্য সার্ভিসসমূহের বিষয়ে ভোক্তাদের সচেতন করা এবং দেশি ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি হালাল পণ্যর গুরুত্ব তুলে ধরতেই এ প্রদর্শনীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


উল্লেখ্য, দেশের শিল্পোদ্যোক্তা এবং পণ্য উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠান দেশি ও আন্তর্জাতিক হালাল মার্কেটে প্রবেশের জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে ইতোমধ্যে হালাল সনদ গ্রহণ করেছে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com