শিরোনাম
নতুন ভ্যাট আইনে দেশিয় শিল্প সংকটে পড়বে না : বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৫:২৬
নতুন ভ্যাট আইনে দেশিয় শিল্প সংকটে পড়বে না : বাণিজ্যমন্ত্রী
সচিবালয়ে ব্রুনাই দারুসালামের রাষ্ট্রদূত এইচ. ই. হাজাহ মাসুরাই বিনতে হাজী মাসরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন ভ্যাট আইন কার্যকর হলে সংকটে পড়বে না দেশিয় শিল্প এমন আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বিদেশি পণ্যের বাজার হবে না বাংলাদেশে, তবে ১৫ শতাংশ থেকে কমিয়ে ভ্যাটহার ১২ শতাংশ নির্ধারণ করা হলে রাজস্ব আয় কমবে ২৪ হাজার কোটি টাকা।


মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসালামের রাষ্ট্রদূত এইচ. ই. হাজাহ্ মাসুরাই বিনতে হাজী মাসরির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, ভ্যাটহার ১৫ শতাংশ থেকে কমিয়ে নির্ধারণ করা হবে। এতে সাধারণ মানুষের শঙ্কার কিছু নেই। ভ্যাটের কারণে দ্রব্যমূল্য বাড়বে না বলে তিনি আশ্বস্ত করেন। দেশীয় শিল্পের রক্ষার্থে আগামী বাজেটে বেশকিছু পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহত থাকবে।


রোজায় পণ্যের দাম বাড়ার কারণ নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের পর্যাপ্ত মজুদ রযেছে। তবে এই মাসকে সামনে রেখে ব্যবসায়ীরা অতিমুনাফা করার চেষ্টা করেন বলেও স্বীকার করেন তিনি। বলেন, ডিও সংকট সুরাহায় বৃহত্তম দুই তেল ও চিনি উৎপাদনকে সতর্ক করা হবে।


ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ব্যবসা করেন। তবে ভোক্তাদের প্রতারিত করবেন না।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com