শিরোনাম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ০৯:২৯
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন খাতে চাঙ্গাভাব প্রকাশ পাওয়ায় এদিন ডলারের বিনিময় হার বেড়ে দাঁড়ায় আট মাসে সর্বোচ্চে। এরই পরিপ্রেক্ষিতে সপ্তাহের প্রথম দিনের বাজারে এদিন নিম্নমুখিতায় স্থির হয় স্বর্ণের দাম। তবে এদিন রূপা, প্লাটিনামসহ মূল্যবান অন্য সব ধাতুর দাম বেড়েছে। খবর মার্কেট ওয়াচ।


নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) এদিন স্বর্ণের দাম কমেছে আউন্সে চার ডলার। আগের দিনের চেয়ে দশমিক ৩ শতাংশ কমে এদিন পণ্যটির বাজার স্থির হয় প্রতি আউন্স এক হাজার ২৬৩ ডলার ৭০ সেন্টে, যা ১৮ অক্টোবরের পর সর্বনিম্ন। এর আগে গত সপ্তাহে পণ্যটির দাম বেড়েছিল ১ শতাংশের কাছাকাছি।


এদিন স্বর্ণের দাম কমলেও বেড়েছে রূপার। ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে সোমবার মূল্যবান ধাতুটির দাম বেড়েছে আউন্সে ১ দশমিক ১ সেন্ট। সোমবার কোমেক্সে পণ্যটির সর্বশেষ বিক্রয়মূল্য দাঁড়ায় প্রতি আউন্স ১৭ ডলার ৬০ সেন্ট। সারা দিনের লেনদেনে পণ্যটির দরবৃদ্ধির হার দশমিক ৬ শতাংশ। অন্যদিকে গত সপ্তাহে মূল্যবান ধাতুটির মোট দরবৃদ্ধির হার দাঁড়ায় দশমিক ৩ শতাংশ।



সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন খাতে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছিল তিন মাসে সর্বনিম্নে। সেখান থেকে চলতি মাসে তা ঘুরে দাঁড়িয়েছে আবার। চলতি মাসে দেশটিতে শিল্পোৎপাদনে প্রবৃদ্ধি হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। ফলে চলতি প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশটির অর্থনীতিতে চাঙ্গাভাব বজায় থাকার প্রত্যাশা তৈরি হয়েছে। একই সঙ্গে বেড়েছে ডিসেম্বরে দেশটিতে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার বাড়ানোর সম্ভাবনা।


আইএইচএস মারকিটের শিল্পোৎপাদন নির্দেশক ফ্ল্যাশ ইনডেক্সের সূচকমান বেড়ে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ২-এ। গত মাসে ৫১ দশমিক ৫-এ স্থির হয়েছিল এ সূচকমান। এ খবর প্রকাশের পর পরই ডলারের বিনিময় হার বেড়ে দাঁড়ায় আট মাসে সর্বোচ্চে। এর বিপরীতে কমে যায় স্বর্ণের বাজারদর। স্বর্ণের আন্তর্জাতিক বাজার ডলার নিয়ন্ত্রিত হওয়ায় মুদ্রাটির বিনিময় হার বৃদ্ধিতে এর চাহিদায় পতন ঘটে। কারণ এ সময় অন্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য বেড়ে যায় পণ্যটির বিনিয়োগ ও আমদানি খরচ।


সিএমই ফেডওয়াচ টুলের বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য-উপাত্তগুলো বর্তমানে পণ্যবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ফিউচার মার্কেটগুলোয় সংশ্লিষ্টদের মধ্যে প্রচলিত ধারণা হলো, ডিসেম্বরেই সুদহার বৃদ্ধির মাধ্যমে অন্যান্য বৃহৎ অর্থনীতির দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পার্থক্যরেখা তৈরি করবে ফেড, যার সম্ভাবনা ৬০ শতাংশেরও বেশি।


আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠান এফএক্সটিএমের গবেষণা বিশ্লেষক লুকমান ওটুনুগা বলেন, বাজারে সুদহার বৃদ্ধি সংশ্লিষ্ট তথ্যগুলোর ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীলতা দেখাচ্ছে স্বর্ণ। ব্যবসায়ীদের মধ্যে যদি এ ধারণা বদ্ধমূল হয়ে বসে যে, ফেড চলতি বছরই সুদহার বাড়াতে যাচ্ছে, সেক্ষেত্রে স্বর্ণের দাম আরও কমবে।


মূল্যবান অন্য ধাতুগুলোর মধ্যে এদিন প্লাটিনামের দাম বেড়েছে আউন্সে ছয় ডলার ৮০ সেন্ট। এখানে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে মূল্যবান ধাতুটির দর বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৯৩৯ ডলার ১০ সেন্টে। দিনব্যাপী লেনদেনে পণ্যটির দরবৃদ্ধির হার দশমিক ৭ শতাংশ।


অন্যদিকে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্যালাডিয়ামের দাম বেড়েছে আউন্সে ১০ ডলার। আগের দিনের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ বেড়ে সোমবার পণ্যটির সর্বশেষ বিক্রয়মূল্য দাঁড়ায় প্রতি আউন্স ৬৩০ ডলার ৭৫ সেন্ট।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com