শিরোনাম
কুয়াকাটায় ইলিশ প্রজনন উৎসব
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৯:০০
কুয়াকাটায় ইলিশ প্রজনন উৎসব
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইলিশ সম্পদ রক্ষায় পর্যটনকেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ইলিশ প্রজনন উৎসব। শনিবার সকালে কুয়াকাটার হোটেল বীচ হ্যাভেন মিলনায়তনে এ উৎসব হয়। ইউএসএআইডির অর্থায়নে ইকোফিশ বাংলাদেশ ও মৎস্য অধিদফতর যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।


মৎস্য বিভাগের উপপরিচালক বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা আফরোজ, বিশেষ অতিথি ইউএসএআইডির অর্থনৈতিক প্রবৃদ্ধি বিভাগের পরিচালক নাথান সেইজ, ইকোফিশ প্রকল্পের টিম লিডার ড.আব্দুল ওহাব, প্রকল্প পরিচালক এমআই গোলদার, সহকারী পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) মঈনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে মৎস্যজীবী, পুলিশ, র‌্যাব, নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্য ছাড়াও আড়ত মালিক, জেলে পরিবারের সদস্য, গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।


উল্লেখ্য, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করে সরকার।


বিবার্তা/উত্তম/পলাশ/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com