ইউক্রেন থেকে সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে এমভি এনজয় প্রসপারিটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় পৌঁছেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশ থেকে খাদ্যশস্যের এটাই প্রথম আমদানি।
১২ ডিসেম্বর, বৃহস্পতিবার এমভি ‘এনজয় প্রসপারিটি’ নামের জাহাজটি বন্দরের কুতুবদিয়া এলাকায় পৌঁছায়।
নিয়ম অনুযায়ী জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে গম খালাসের অনুমতি দিবে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজে আসা গমের মধ্যে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাস হবে। অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।
এদিকে, ৬ নভেম্বর সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার টন গম কিনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৩০১ দশমিক ৩৮ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা।
বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, অর্থের জোগান পর্যাপ্ত রয়েছে বলে কেনাকাটায় সমস্যা হবে না। বৈঠকে কেনাকাটার লক্ষ্যমাত্রা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, যেন মজুত বা উদ্বৃত্ত বেশি থাকে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]