জরুরি প্রয়োজন মেটাতে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৯:০১
জরুরি প্রয়োজন মেটাতে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রয়োজন মেটাতে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৮৯ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৯৬০ টাকা।


২ অক্টোবর, বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এ সিদ্ধান্ত দেয়।


অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির ৬ষ্ঠ বৈঠকে ক্রয়ের এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।


সাংবাদিকদেরকে অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে ৭টি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয় এবং সবকয়টি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। দেশের জ্বালানি ও সারের চাহিদা মেটাতে কিছু প্রস্তাব আসে। যার মধ্যে একটি প্রস্তাব ছিল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয় বিষয়ে।


বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুর মেসার্স গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো (২০২৪ সালের ২৬তম) এলএনজি কেনার প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৪০ কোটি ১৫ লাখ ৬৬ হাজার ৮০ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজি দাম পড়বে ১৩.৫৭ মার্কিন ডলার।


বিবার্তা/এনএইচ/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com