শিরোনাম
ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা : অর্থমন্ত্রী
প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১৮:৫৬
ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা : অর্থমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা এমন দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ২০১৩ সালে মেয়াদউত্তীর্ণ হওয়া নিরাপত্তা ব্যবস্থার সংস্কার আনা হবে।


মঙ্গলবারবিকেলে সচিবালয়ে রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত ও বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।


বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিগত নিরাপত্তা কঠোর করার সময় এসেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সালে নিরাপত্তাব্যবস্থা সংযোজনের পর তার মেয়াদ শেষ হয় ২০১৩ সালে। এখন সংস্কার করার সিদ্ধান্ত হয়েছে। এটিকে আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় নিয়ে আসা হবে। এটি চলমান প্রক্রিয়ারই একটি অংশ।


রিজার্ভ থেকে খোয়া যাওয়া অর্থ পুরোটাই উদ্ধার করা সম্ভব বলে মনে করেন তিনি। বলেন, যেহেতু আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার মাধ্যমে অর্থ খোয়া গেছে, তাই এই অর্থ ফিরে পাওয়া সম্ভব।


অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনাটি নিছক দুর্ঘটনা। শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগেছে।


বৈঠকে অন্যদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি কে এম শহীদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com