শিরোনাম
দেশে চালু হল ঘড়ি নিয়ে ই-কমার্স প্ল্যাটফর্ম টাকশাল
প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১১:০৫
দেশে চালু হল ঘড়ি নিয়ে ই-কমার্স প্ল্যাটফর্ম টাকশাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে প্রথমবারের মতো চালু হল ঘড়ি বিক্রয়ের ই-কমার্স প্ল্যাটফর্ম টাকশাল ডটকম (www.takshal.com)। বিশ্বের সব পরিচিত ব্র্যন্ডের ঘড়িই রয়েছে এখানে।


টাকশাল ডটকমের প্রধান নির্বাহী কর্মকতা মাহাবুব হাসান বলেন, ‘শুধু ঘড়ি বিক্রয়ের জন্য এটাই প্রথম উদ্যোগ। আমাদের ই-কমার্স সাইট থেকে ক্রেতারা কম দামের মধ্যে ব্র্যান্ডের ঘড়ি কিনতে পারবেন। এখানে পাওয়া যাচ্ছে ২০টিরও অধিক দেশি-বিদেশি ব্র্যান্ডের ঘড়ি।’


এই ই-কমার্সে নিবন্ধন করিয়ে ৩০ থেকে ৫০ শতাংশ বকেয়া রেখে ঘড়ি কেনার সুযোগ পাবেন ক্রেতারা। এই সুবিধাটি উপভোগ করতে ক্রেডিট কার্ডেরও প্রয়োজন পড়বেনা।


এছাড়াও পণ্য ডেলিভারির ক্ষেত্রেও কোনো অতিরিক্ত টাকা গুণতে হবেনা ক্রেতাদের। প্রতিষ্ঠানটি বিনা খরচে ক্রেতাদের কাছে পৌঁছে দিবে তাঁদের অর্ডার করা ঘড়িটি।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com