শিরোনাম
বাংলাদেশের রিজার্ভ চুরি : উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলা হতে পারে
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ২০:৪৩
বাংলাদেশের রিজার্ভ চুরি : উত্তর কোরিয়ার বিরুদ্ধে মামলা হতে পারে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মামলা করতে পারে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল


খবরে বলা হয়েছে, মামলাটি দায়ের করা হলে উত্তর কোরিয়ার হ্যাকারদের সহযোগিতাকারী চীনা মধ্যস্বত্বভোগীকেও আসামি করা হতে পারে।


তদন্তের বিষয়বস্তু সম্পর্কে জানেন এমন একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘‘লস অ্যাঞ্জেলস ও নিউ ইয়র্কের এফবিআই-এর তদন্ত কর্মকর্তারা মনে করেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী।’’


তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের পক্ষ থেকেও মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়।


এদিকে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘‘সম্ভাব্য এ মামলায় উত্তর কোরিয়ার কর্মকর্তাদের আসামি করা নাও হতে পারে। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।’’


এর মধ্য দিয়ে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির ঘটনায় যুক্তরাষ্ট্র বিদেশি একটি সরকারের বিরুদ্ধে অভিযোগ আনবে।


এবিষয়ে জানতে চাইলে ঢাকায় রিজার্ভ চুরির মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অ্যাডিশনাল এসপি রায়হান উদ্দিন খান ডয়চে ভেলের কাছে সুনির্দিষ্ট কোনো মন্তব্য না করে বলেন, ‘‘আমি ঠিক জানি না এফবিআই উত্তর কোরিয়ার ব্যাপারে কী বলেছে। না জেনে মন্তব্য করা ঠিক হবেনা।’’


তবে এই মামলার তদন্তের তদারকির সঙ্গে যুক্ত সিআইডি'র বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহ হেল বাকী ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়েছে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে, আমাদের এখান থেকে নয়। তাই এফবিআই শুরু থেকেই তদন্ত করছে। ছয় মাস বা তারো কিছু বেশি সময় আগে তাদের পর্যবেক্ষণে দেখা যায়, হ্যাকিংয়ে যে সফটওয়ার ব্যবহার করা হয়েইয়ে, তা উত্তর কোরিয়ার একটি গ্রুপ ব্যবহার করে। ফলে তাদের বিষয়টিও তদন্তে নেয়া হয়।’’


তিনি জানান, ‘‘এফবিআই-এর একজন ইনভেস্টিগেটর শুনানিতে উত্তর কোরিয়ার জড়িত থাকার সন্দেহের কথা বলেছেন। এব্যাপারে আমাদের সঙ্গে তথ্য বিনিময় হয়েছে।’’


সিআইডির ওই কর্মকর্তা আরো জানান, ‘‘আমাদের সঙ্গে তদন্ত নিয়ে এফবিআই-এর লিয়োজোঁ আছে। আমরাও অফিসিয়ালি তথ্য এবং ব্যবস্থার জন্য কয়েকটি দেশে চিঠি লিখেছি। আর উত্তর কোরিয়ার বিষয়টির জন্য আমরা অপেক্ষা করছি।’’


অবশ্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা জানতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া সম্ভব হয়নি। সূত্র : ডয়চে ভেলে


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com