শিরোনাম
উভয় পিঠ স্ক্যানার আনল কম্পিউটার সোর্স
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৯:০০
উভয় পিঠ স্ক্যানার আনল কম্পিউটার সোর্স
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একবারে কাগজের উভয় পিঠ স্ক্যান করার সুবিধা সমন্বিত ইপসন ডিএস ৫২০ মডেলের স্ক্যানার দেশের বাজারে আনল কম্পিউটার সোর্স।


স্ক্যানারটি দিয়ে ৮.৫০ ইঞ্চি প্রস্থের এবং ৩৬ ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যের কাগজ নিমেষেই স্ক্যান করতে পারে ডিভাইসটি। অর্থাৎ এ-ফোর, লেটার ও লিগ্যাল পেপারই নয় জমির দলিল, ব্রডশিট কাগজের দৈনিক পত্রিকা, সাইটের নকশার ডিজিটাল সংস্করণ প্রস্তুত করতে স্ক্যানারটি কাজে লাগবে।


স্ক্যানারটি দিয়ে মিনিটে ৩০টি পাতা বা ৬০টি ছবি স্ক্যান করা যাবে। আর দৈনিক ৩ হাজার পাতা স্ক্যান করা যাবে। স্ক্যানকৃত ছবির আউটপুট রেজ্যুলেশন হবে ১২০০ ডিপিআই এবং ২১৬০০ পিক্সেল পর্যন্ত।


এছাড়াও অপটিক্যাল ক্যারেক্টর রিকগনিশনের (ওসিআর) কাজেও প্রচলিত স্ক্যানারের চেয়ে ভাল কাজ করে।


এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ইপসন ডিএস ৫২০ স্ক্যানারের দাম ৪৫ হাজার টাকা।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com