শিরোনাম
এফবিসিসিআইর নির্বাচন স্থগিতাদেশের শুনানি ২৭ মার্চ
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১৬:৫০
এফবিসিসিআইর নির্বাচন স্থগিতাদেশের শুনানি ২৭ মার্চ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর আপিল বিভাগের শুনানি আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।


এফবিসিসিআইর আইনজীবী ইমতিয়াজ মঈনুল ইসলাম বলেন, ‘নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করতে আমরা আবেদন করেছিলাম। আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেনি। নির্বাচন আগামী ১৪ মে। যেহেতু এখনো সময় রয়েছে, সে জন্য আপিল বিভাগে এ মামলার কার্যক্রম ২৭ মে নিষ্পত্তি হবে। এর মধ্যে নির্বাচনী কার্যক্রম চলবে।’


গতকাল বুধবার ময়মনসিংহ চেম্বারের সভাপতির এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এফবিসিসিআইর নির্বাচনের স্থগিতাদেশ দেন।


গত ১৪ ফেব্রুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, সংগঠনটির পরিচালক পদে নির্বাচনের লক্ষ্যে ১০ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৪ মের ভোটে নির্বাচিত পরিচালকরা ১৬ মে সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।


বিবার্তা/প্লাবন/সফিকুল


>এফবিসিসিআই’র নির্বাচন দুই মাসের জন্য স্থগিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com