শিরোনাম
কেশবপুরে ইসলামী ব্যাংকের ৩০৬তম শাখা উদ্বোধন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ২০:৪৯
কেশবপুরে ইসলামী ব্যাংকের ৩০৬তম শাখা উদ্বোধন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যশোরের কেশবপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩০৬ তম শাখা সোমবার উদ্বোধন করা হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।


ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুুল মাবুদ, পিপিএম, পরিচালক মো: জয়নাল আবেদীন ও প্রফেসর ড. মো: সিরাজুল করিম, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম আমির হোসেন ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম।


বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুুল লতিফ রানা, উপজেলা বণিক সমিতির সভাপতি নাসির আহমেদ গাজী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস. আর সাইদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শেখ কাইউম উদ্দিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, নারী নেত্রী মিসেস রাবেয়া ইকবাল।


স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী।


ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইনসহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, কর্র্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শাখা উদ্বোধন উপলক্ষে এর আগে গত রবিবার ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী। আলোচনা পেশ করেন ব্যাংকের পরিচালক মো: জয়নাল আবেদীন, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন ও লাউড়ি রামনগর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি মো. মফিজুর রহমান।


বিবার্তা/বিজ্ঞপ্তি/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com