শিরোনাম
বরেন্দ্রের ২২ কৃষককের বারসিক সম্মাননা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:৩০
বরেন্দ্রের ২২ কৃষককের বারসিক সম্মাননা
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

বিশ্ব খাদ্যদিবস উপলক্ষে কৃষিখাতে বিশেষ অবদানের জন্য বরেন্দ্র অঞ্চলের ২২ জন কৃষককে সম্মাননা দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক। রবিবার দুপুরে রাজশাহী সাধারণ গ্রন্থাগার চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে এই সম্মাননা দেয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান আবদুল হামিদ কৃষকদের হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি বরেন্দ্র কলেজের প্রভাষক ইফাত আরা রাকা, আদর্শ কৃষক কেএমএ মুকিদ দুলাল, রহিমা বেগম, বারসিকের বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী শহিদুল ইসলাম, রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী জাহিদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্মাননা পাওয়া কৃষকেরা হলো চাঁপাইনবাগঞ্জের নাচোল উপজেলার বরেন্দা গ্রামের মনসুর আলী, টিকইল গ্রামের ভারতী রানী, খড়িবোনা গ্রামের মমতাজ বেগম ও আবদুল আজিজ, রাজশাহীর তানোর উপজেলার হরিদেবপুর গ্রামের কবুলজান বেগম, বাহেরা গ্রামের আবদুল হামিদ ও গোকুল মাথুরা গ্রামের জিতেন্দ্রনাথ সূত্রধর, গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামের আবদুল মজিদ খান, মহিষালবাড়ি গ্রামের মোখলেসুর রহমান, সৈয়দপুর গ্রামের কেএমএ মুকিদ দুলাল, গোগ্রামের নাদিরা রশিদ ও মালাতি রানী, পবার বিলনেপালপাড়া গ্রামের শামসুল হক ও মজের আলী, দর্শনপাড়ার মেরিনা বেগম, বড়গাছি গ্রামের রহিম উদ্দিন সরকার ও রহিমা বেগম, নওগাঁর মান্দা উপজেলার কালিগ্রামের শাহ কৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম, নাদৌড় গ্রামের রাজিয়া সুলতানা, মহাদেবপুর উপজেলার বারবারাকপুর গ্রামের মুক্তিযোদ্ধা সামসুদ্দিন মণ্ডল, হাসানপুরের ইউনুসার রহমান হেবজুল ও নওগাঁ সদরের চক এনায়েতপুরের মহিদুর রহমান।


বিবার্তা/রিমন/পলাশ/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com