শিরোনাম
২০১৮’র মধ্যে নেপালের সাথে রেল যোগাযোগ চালু
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৩:৫৪
২০১৮’র মধ্যে নেপালের সাথে রেল যোগাযোগ চালু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০১৮ সালের মধ্যে নেপালের সাথে সরাসরি রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সচিবালয়ে নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি গুচান তাকালির সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।


বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে খুলনা থেকে ভারত পর্যন্ত রেললাইন অাছে। অন্যদিকে ভারত থেকে নেপালে রেলপথ আছে, এই চুক্তি বাস্তবায়ন হলে সরাসরি নেপালের সাথে আমরা রেল যোগাযোগ স্থাপন করতে পারব। এছাড়া মংলা থেকে খুলনা পর্যন্ত রেলপথ স্থাপনের কাজ চলছে। এই রেলপথ ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি সহজ হবে।


তিনি বলেন, বিবিআাইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল) চারদেশীয় আন্তঃদেশীয় সংযোগ প্রকল্পের আওতায় এই রেল যোগাযোগ হবে। ফলে ‘ফ্রি ট্রেড’র সুযোগ তৈরি হবে।


মন্ত্রী জানান, চুক্তি বাস্তবায়ন হলে নেপাল আমাদের মংলা সমুদ্রবন্দর ব্যবহার করতে পারবে। নেপাল অন্য দেশ থেকে আমদানি করা পণ্য খালাস করে মংলা রেলওয়ে দিয়ে নেপালে নেয়া যাবে।


নেপালের সাথে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে জানিয়ে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নেপালের সাথে যৌথভাবে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা সম্ভব হলে লক্ষ্যমাত্রা বাস্তবায়ন একধাপ এগিয়ে যাবে।


এসময় ভারত কাছের (নেয়ারেস্ট) রাষ্ট্র হলেও বাংলাদেশকে বন্ধু (ডিয়ারেস্ট) রাষ্ট্র বলে মন্তব্য করেন নেপালের বাণিজ্যমন্ত্রী।


বিবার্তা/ রাসেল/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com