গাইবান্ধা-৫ নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধের নির্দেশ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ২২:১৭
গাইবান্ধা-৫ নির্বাচনী এলাকায় ব্যাংক বন্ধের নির্দেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্থাপনায় অবস্থিত ব্যাংকের শাখা বা উপশাখা বুধবার (৪ জানুয়ারি) বন্ধ রাখা হবে।


এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ জানুয়ারির প্রজ্ঞাপন মোতাবেক জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনে নির্বাচন উপলক্ষ্যে ৪ জানুয়ারি ভোটের দিন নির্বাচনী এলাকাধীন যে সব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সে সব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে, তা বন্ধ রাখার পরামর্শ দেয়া হলো।


এছাড়াও সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা বা উপশাখাগুলোতে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


উল্লেখ্য, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মারা গেলে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়।


গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়মের দৃশ্য দেখে মাঝপথে ঢাকা থেকে নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি। বাংলাদেশে নির্বাচন কমিশনের ইতিহাসে অনিয়মের কারণে কোনো সংসদীয় আসনের নির্বাচন পুরোপুরি (সব কেন্দ্র) বন্ধ করার ঘটনা সেটাই প্রথম।


গত ৬ ডিসেম্বর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের পুনর্ভোটের জন্য ৪ জানুয়ারি নতুন তারিখ ঠিক করে নির্বাচন কমিশন।


বিবার্তা/এসএফ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com