
বিশ্ববাজারে সোনার দাম আরওকমেছে। আন্তর্জাতিক মুদ্রাবাজারে যুক্তরাষ্ট্রের ডলারের মূল্য বেড়েছে। পাশাপাশি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (ফেড) সুদহার বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।
ফলে মূল্যবান ধাতুটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার (১০ অক্টোবর) বুলিয়ন মার্কেটে নেতিবাচক প্রভাব পড়েছে। সোনার দরপতন হয়েছে ১ শতাংশেরও বেশি।
এদিন স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার দাম কমেছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৬৭৬ ডলার ৭৯ সেন্টে।
আর ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি তা বিকিয়েছে ১৬৮৩ ডলার ৯০ সেন্টে।
এ নিয়ে টানা ৪ কার্যদিবস সোনার দর কমলো। গত মধ্য আগস্টের পর যা সর্বোচ্চ দরপতন।
হাই রিজ ফিউচার্সের ধাতু ব্যবসার পরিচালক ডেভিড মেগের বলেন, ক্রমবর্ধমান সুদের হার এবং বলবান ডলার সোনার ওপর চাপ সৃষ্টি করেছে চলেছে। নিরাপদ-আশ্রয়ের চাহিদা বাড়ছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই তা দেখা যাচ্ছে।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]