শিরোনাম
বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ১২:৫৬
বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বাবমা) নতুন কমিটি গঠন করা হয়েছে। ফার্স্ট অটো ব্রিকস লিমিটেডের চেয়ারম্যান ড. বি এন দুলালকে সভাপতি এবং নূর ইকো ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সিরাজ জুয়েলকে কমিটির সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়।


রাজধানীর ধানমন্ডি ক্লাবে গত ৮ জানুয়ারি বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বাবমা) কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে নতুন এ কমিটি গঠন করা হয়।


কমিটিতে আরো রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, এইচ অটো ব্রিকস লি.), সহ-সভাপতি এ টি এম পিয়ারুল ইসলাম (চেয়ারম্যান, ফনিক্স সিরামিক্স ইন্ডাষ্ট্রিস লি. ও মো. রবিউল আহসান (ব্যবস্থাপনা পরিচালক, স্টোন ব্রিকস লি.), কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহাবুব হোসেন (পরিচালক, এডভান্স টেক লি.), সাংগঠনিক সম্পাদক মো. কফিল উদ্দিন আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, রশিদ অটো ব্রিকস লি.), সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মোমেন আল ফারুক (ব্যবস্থাপনা পরিচালক, অসীম অটো ব্রিকস ইন্ডাস্ট্রি লি.), যুগ্ম সম্পাদক মো. রকিব উল্লাহ (পরিচালক, মেট্রোসিম অটো ব্রিকস লি.)।


কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন- মোহাম্মদ মিয়া হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, এম এইচ এন্ড কোং লি.), গিয়াস উদ্দিন বেনু (ব্যবস্থাপনা পরিচালক, আল-আলী অটো ব্রিকস লি.), মতিউর রহমান (ব্যবস্থাপনা পরিচালক, কুশিয়ারা অটো ব্রিকস লি.), মো. শাহীন হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, ফার্মল্যান্ড গ্রীন অটো ব্রিকস লি.), দিদারুল আলম (নির্বাহী পরিচালক, কেপিটা অটো ব্রিকস লি.), ফিরোজ আহমেদ সরকার (ব্যবস্থাপনা পরিচালক, কে টি জি অটো ব্রিকস লি.), জুবায়ের ইবনে কাইউম (ব্যবস্থাপনা পরিচালক, রাজ সিরামিকস ব্রিকস লি.) ও মো. গাজী সালাহ্উদ্দিন (প্রোপরাইটর, সৈয়দ গাজী অটো ব্রিকস)।


একই সঙ্গে গঠন করা হয়েছে ৬ সদস্যের উপদেষ্টা কমিটি। কমিটির সদস্যরা হলেন- এ কে এম জহিরুল কাইয়ুম খাঁন (চেয়ারম্যান, ধর্মপুর সিরামিক্স ইন্ডাষ্ট্রিস লি.), মোহাম্মদ মাঈনুল হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, এডভান্স টেক লি.), মো. নওশেরুল ইসলাম (ব্যবস্থাপনা পরিচালক, ইটা এন্ড টাইলস লি.), মো. নূর আলী (ব্যবস্থাপনা পরিচালক, ইউনিক সিরামিক্স ইন্ডাষ্ট্রিস লি.), এস কে আফিলউদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক, আফিল ব্রিকস লি.) এবং সি এম আলম (চেয়ারম্যান, কেপিটা অটো ব্রিকস লি.)।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com