শিরোনাম
হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ১৮:৫৩
হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বেড়ে ওঠায় পাইকারি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা। বন্দরে নতুন ইন্দোর জাতের পেঁয়াজ ৩১-৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে এখন কমে তা ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজন।


হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, বাজারে দেশি পেঁয়াজ ওঠার কারণে সরবরাহ বেড়েছে। ভারতীয় পেঁয়াজের চাহিদা এখন কম। অপরদিকে মৌসুম শেষ হওয়ায় ভারতীয় পেঁয়াজের মানও খারাপ। এছাড়া আমদানি করা পেঁয়াজে গাছ গজিয়ে ওঠায় এখন দাম কম। এমন অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করে লোকসান গুণতে হচ্ছে আমদানিকারকদের। যে কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কিছুটা কমিয়ে দিয়েছিলেন আমদানিকারকরা।


গত রবিবার (৯ জানুয়ারি) ও সোমবার (১০ জানুয়ারি) দুই দিনে বন্দর দিয়ে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে দাম বাড়তির দিকে ছিলো। আবারও দেশের বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়ার কারণে আমদানি বেড়েছে। এতে করে দাম আবার কিছুটা কমেছে।


হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত রবিবার ও সোমবার দুই দিনে বন্দর দিয়ে ২০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছিল। সেখানে চলতি সপ্তাহের দুই দিন রবিবার ও সোমবার বন্দর দিয়ে আমদানির পরিমাণ বেড়ে ২০ ট্রাকে ৫৪৭ টন পেঁয়াজ এসেছে দেশে।


বিবার্তা/রব্বানী/এসএফ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com