শিরোনাম
১০ টাকায় চাল থেকে বঞ্চিত ১৪৬০ পরিবার
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১০:৫৬
১০ টাকায় চাল থেকে বঞ্চিত ১৪৬০ পরিবার
মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন চেয়ারম্যান শাহ চান মিয়া শামীমের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে। তার খামখেয়ালপিনা ও দায়িত্বে অবহেলার কারণে ওই ইউনিয়নের হতদরিদ্র পরিবারগুলো বঞ্চিত হয়েছে ১০টাকা দরে চাল কিনার সুবিধা থেকে।


অভিযোগে জানা গেছে, সেপ্টেম্বর মাসে সারাদেশে একযোগে ১০টাকা কেজি দরের চাল বিতরণ শুরু হলেও মোড়েলগঞ্জের কয়েকটি ইউনিয়ন চাল সংগ্রহ করতে পারেনি। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিত সুবিধাভোগীরা। পুটিখালী ইউনিয়নের অর্ধশত হতদরিদ্র লোক এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারের কাছে করা ওই অভিযোগে ইউনিয়ন চেয়ারম্যান শামীমকে দায়ী করা হয়।


অভিযোগে বলা হয়, পুটিখালী ইউনিয়ন চেয়াম্যান নির্ধারিত সময়ের মধ্যে তালিকা উপজেলা খাদ্য অফিসারের কাছে না পৌঁছালে সেপ্টেম্বর মাসের চাল বাতিল হয়ে যায়। ইউপি চেয়ারম্যান মেম্বরদের দেয়া নাম কর্তন করে তার পছন্দের লোকদের নাম তালিকাভুক্ত করতে গিয়ে বিলম্ব হওয়ার ফলে পুটিখালী ইউনিয়নের চাল ল্যাপস হয়ে যায়। ফলে এ ইউনিয়নের এক হাজার ৪৬০টি হতদরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল কেনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।


এ ছাড়াও ১০টাকা দরের সুবিধাভোগী বাছাইয়ে ২০০ থেকে ৫০০টাকা পর্যন্ত উৎকোচ আদায় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ওই ইউনিয়নবাসী চেয়ারম্যানের দায়িত্বে অবহেলা ও দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সংসদ সদস্যর মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


পুটিখালী ইউনিয়ন চেয়ারম্যান শাহ চান মিয়া শমীম সকল অভিযোগ প্রত্যা্খ্যান করে বলেন, খাদ্যগুদামে পর্যাপ্ত মজুদ না থাকায় এই ইউনিয়নের চাল ল্যাপস হয়েছে।


বিবার্তা/রাজু/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com