শিরোনাম
প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন আড়াইশ কোটি টাকা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ১১:৪০
প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন আড়াইশ কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে রোববার (৫ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। এ দিন লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৪৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দামও। তাতে লেনদেনেও গতি ফিরছে।


ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাজারে ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৬টির, অপরিবর্তিত রয়েছে ৩৫টি শেয়ারের দাম।


বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে ডিএসইর অন্য দুই সূচকও। এর মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২২৩ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৯৪ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ১৯ লাখ ৫৯ হাজার ৪৩২ টাকার শেয়ার।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ২৩টির, অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com