শিরোনাম
দাম কমেছে পেঁয়াজের
প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ১৬:১২
দাম কমেছে পেঁয়াজের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমদানি বৃদ্ধি হওয়ায় পেঁয়াজের দাম কমা অব্যাহত রয়েছে। একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পাইকারিতে (ট্রাকসেল) পেঁয়াজের দাম আরো এক দফা কমে কেজিপ্রতি দাম ২৩ টাকায় নেমেছে। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ প্রকার ভেদে ২৬ টাকায় বিক্রি হয়েছিলো।


সোমবার (২২ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নগর জাতের পেঁয়াজের ৩২ টাকা থেকে কমে কেজিপ্রতি দাম ৩০ টাকায় দাঁড়িয়েছে। পেঁয়াজের দাম কমে আসায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার ও সাধারণ ক্রেতারা।


হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতের মোকামগুলোতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ লোডিং হওয়ায় হিলি দিয়ে আমদানি আগের তুলনায় বেড়েছে। একইভাবে দেশের সব বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। এ কারণে বর্তমানে পেঁয়াজের দাম নিম্নমুখী।


তিনি আরো জানান, দেশের বিভিন্ন অঞ্চলে মোকামগুলোতে থাকা পুরনো দেশীয় পেঁয়াজ বাজারে আসায় পেঁয়াজের দাম আরো কমেছে। আর দেশীয় নতুন জাতের পাতা পেঁয়াজও উঠতে শুরু করেছে। এতে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় পেঁয়াজের দাম কমে এসেছে।


হিলি কাস্টমসের তথ্যমতে, ভারতীয় ২৭ ট্রাকে ৭৮১ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।


বিবার্তা/আশিক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com