শিরোনাম
পুঁজিবাজারে সূচকের উত্থান
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৪
পুঁজিবাজারে সূচকের উত্থান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সোমবার ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ১৫.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২১৮.০৫ পয়েন্টে। এর আগে ৯ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচক ৭ হাজার ২৫৮.৪৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল।


একইভাবে ডিএসই-৩০ সূচক ২.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৫.১৫ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস সূচক ২.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭৮.৮২ পয়েন্টে।


দিন শেষে ডিএসইতে ৩৭৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। ডিএসইতে এদিন ২ হাজার ২৭ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬০০ কোটি টাকার বেশি কম।


এদিকে, সোমবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ২৪.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬১৩.৪২ পয়েন্টে। এর আগে ৯ সেপ্টেম্বর সিএসইএক্স সূচক ১২ হাজার ৬৭৮.৫৪৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিল।


আর সার্বিক সিএএসপিআই সূচক ৪৭.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৩১.৬৪ পয়েন্টে। এছাড়া, সিএসআই সূচক ২.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৩.৫৮ পয়েন্টে।


এদিন, সিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। দিন শেষে সিএসইতে ৬৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি টাকা কম।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com