শিরোনাম
বক্তারপুরে ভুয়া ওয়ালটনে অভিযান, আটক ৬
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১০:১৪
বক্তারপুরে ভুয়া ওয়ালটনে অভিযান, আটক ৬
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা টুয়েন্টিফোর.নেটে প্রচার হওয়ার পরে সাভারে একটি ভুয়া ওয়ালটন কারখানায় পুলিশ অভিযান চালিয়ে মালিকসহ ছয়জনকে আটক করেছে। পুলিশ ওই ভুয়া কোম্পানি থেকে ওয়ালটনের লোগো স্টিকারযুক্ত স্ট্যাবিলাইজার জব্দ করেছে। সোমবার বিকালে সাভার পৌরসভার বক্তারপুর মহল্লায় মাদার করর্পোরেশনে এ ঘটনা ঘটে।


আটকরা হলেন ভুয়া ওয়ালটন কোম্পানির মালিক এনামুল হক শামিম ও আসাদুজ্জামান সোহাগ, কর্মচারী জহিরুল ইসলাম, সামছুল কবির, সাকিব ও সেলিম। তাদের আটক করে সাভার মডেল থানায় নিয়ে যায় পুলিশ।


জানা যায়, সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় আব্দুর রশিদ নগরে সূর্য বানুর বাড়ির একটি দোকান নিয়ে দীর্ঘদিন ধরে শামিম ও সোহাগ ওয়ালটন কোম্পানির লোগো ব্যবহার করে বিভিন্ন সামগ্রী তৈরি করে বাজারজাত করছিলেন। এ বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল বির্বাতায় প্রতিবেদন প্রকাশিত হলে তা ওয়ালটন কোম্পানির নজরে আসে। তারা সাভার মডেল থানার পুলিশের সহযোগিতা নিয়ে ওই ভুয়া কোম্পানিতে অভিযান চালিয়ে ওয়ালটন কোম্পানির লোগো স্টিকার লাগানো স্ট্যাবিলাইজারসহ বিভিন্ন ধরনের সামগ্রী জব্দ করে।


এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই সুমন বির্বাতাকে নিশ্চিত করে বলেন, ‘আসল ওয়ালটন কোম্পানির অভিযোগ পেয়ে নকল ওয়ালটন কোম্পানিতে অভিযান চালিয়ে আসল ওয়ালটন কোম্পানির স্টিকার লাগানো বিভিন্ন সামগ্রী জব্দ করেছি।’


উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সাভারে ভুয়া ওয়ালটন কারখানায় একটি নিউজ প্রচার হয় বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বির্বাতা টুয়েন্টিফোর.নেটে। সেই নিউজ দেখে ওয়ালটন কর্তৃপক্ষ জানানোর পর সোমবার ওই কারখানায় পুলিশ অভিযান চালায়।


বিবার্তা/শরিফুল/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com