শিরোনাম
যশোরে উন্নয়ন মেলায় নজর কেড়েছে বিসিইসি’র স্টল
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৭, ২২:০৬
যশোরে উন্নয়ন মেলায় নজর কেড়েছে বিসিইসি’র স্টল
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বুধবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে যশোরে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা। শেষ দিনে মেলা ছিলো জমজমাট। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিসিইসি) স্টল মেলায় আগতদের নজর কাড়ে।


বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে শেখ হাসিনা সরকারের গৃহীত কার্যক্রম, সরকারের ভবিষ্যত পরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার এবং আগামীর লক্ষ্য বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয়ে এ মেলার আয়োজন করা হয়। গত ৯ জানুয়ারি এ মেলার উদ্বোধন করা হয়।


সমাপনী দিনে আলোচনা, শিশুদের বিতর্ক প্রতিযোগিতা, নাটক আর দেশীয় গান দর্শকদের মূল আকর্ষণ ছিলো। জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পারভেজ হাসান, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুণ অর রশিদ প্রমুখ।


আলোচনা সভার আগে শিশুদের উন্নয়ন নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে তীর্যক যশোর নাটক এবং শেকড় দেশীয় গান পরিবেশন করে। মেলায় মোট ৭৫টি স্টলের মধ্যে সেনাবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বিআরটিএ’র স্টলে দর্শকদের ব্যাপক ভিড় দেখা গেছে।


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্টলে গিয়ে পূজিবাজারের প্রাথমিক ধারনা নেন মেলায় আগতরা। এ স্টলের প্রতিনিধি ডিইসি’র ম্যানেজার অমিত কুমার কুন্ডু ও সিইসি’র সিনিয়র অফিসার আজমুল হাসান জানান, পূজি বাজারে নিয়ম মেনে ও জেনে বিনিয়োগ করার পরামর্শ দেয়া হয়েছে এ বিষয়ে আগ্রহীদের।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com