শিরোনাম
রাজশাহীতে ডিলার-ওয়ালটন মতবিনিমিয়
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৫:২৭
রাজশাহীতে ডিলার-ওয়ালটন মতবিনিমিয়
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী অঞ্চলের প্লাজা মালিক ও ডিলারদের সঙ্গে মতবিনিময় করেছেন ওয়ালটনের সার্ভিস বিভাগের কর্মকর্তারা। সোমবার বেলা ১১টায় নগরীর একটি আবাসিক হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ালটনের হেড অব সার্ভিস নেয়ামুল হক। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের বগুড়া জোনের মনিটরিং অফিসার শরিফুল ইসলাম, নাটোর জোনের এরিয়া ম্যানেজার সাজেদুল ইসলাম, মার্সেলের রাজশাহী জোনের নাজমুল হায়দার, ওয়ালটনের রাজশাহী জোনের এরিয়া ম্যানেজার (ডিস্ট্রিবিউশন) মিজানুর রহমান, বগুড়ার এরিয়া ম্যানেজার (মোবাইল) মেহেদি হাসান প্রমুখ।


সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১০০ ডিলার উপস্থিত ছিলেন। এ সময় তারা ওয়ালটন পণ্যের নানা বিষয়ে কর্তৃপক্ষের কাছে তাদের মতামত তুলে ধরেন এবং পরামর্শ দেন।


ওয়ালটনের হেড অব সার্ভিস নেয়ামুল হক তাদের পরামর্শ গ্রহণ করে বলেন, পণ্যের বিক্রয় পরবর্তী সেবাদানে ওয়ালটন এক বিস্ময়ের সৃষ্টি করেছে। ওয়ালটন তার বিক্রয় পরবর্তী সেবা গ্রাহকদের দোরগোড়ায় নিয়ে যেতে চায়। এ জন্য যা যা করা দরকার তিনি করবেন।


ডিলারদের মধ্যে নাটোরের ডালিম ইলেকট্রনিক্সের মালিক বাবু মিয়া, বাগাতিপাড়ার নাসির ইলেকট্রনিক্সের মালিক বিল্লাল হোসেন, রাজশাহীর তানোরের ব্রাদার্স এন্টার প্রাইজের মালিক মো. শহীদ, বাগমারার শিমুল এন্টারপ্রাইজের মালিক ইকবাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের ক্রিয়েটিভ ইলেকট্রনিক্সের মালিক বাবু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রিমন/পলাশ/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com