শিরোনাম
পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে
প্রকাশ : ০৮ মার্চ ২০২১, ২০:২৩
পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের পুঁজিবাজারে সোমবার (৮ মার্চ) সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে। তবে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।


জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে।


ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭২১ কোটি ৫১ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৯ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১ টি শেয়ার দর।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬২ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫০ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩০ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯২ টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৭৮ লাখ টাকা।


বিবার্তা/আদনান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com