শিরোনাম
দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫১
দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (২৮ ফেব্রুয়ারি) সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক শূন্য ৮ শতাংশ কমেছে।


ডিএসই সূত্রে জানা গেছে, প্রাইম ফাইন্যান্সের শেয়ার সর্বশেষ ১০ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে।


বেক্সিমকো ডিএসইতে দরপতন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৮০ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে।


ডিএসইতে দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্স। কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৪ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৩ টাকায় বেচাকেনা হয়েছে।


ডিএসইতে দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- গোল্ডেন সন, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং, এফএএস ফাইন্যান্স, ম্যাকসন্স স্পিনিং ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com