শিরোনাম
সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রবি আজিয়াটা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩০
সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে  রবি আজিয়াটা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৫ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এর ফলে রবি আজিয়াটা ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে উঠে আসে।


ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।


তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দাম ছিল ৩৬.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ৪৩.৭০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৬.৯০ টাকা বা ১১.২০ শতাংশ।


ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ১০.৭৭ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৯.৩০ শতাংশ, ওয়ালটনের ৯.১৭ শতাংশ, সামিট পাওয়ারের ৮.৮০ শতাংশ, বিকন ফার্মার ৭.২১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৬.৭৬ শতাংশ, এডিএন টেলিকমের ৬.৩১ শতাংশ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৫.৯৩ শতাংশ।


বিবার্তা/আদনান/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com