শিরোনাম
বাজার মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০১
বাজার মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন কমেছে। তবে আলোচ্য সময়ে বাজারে মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা। এরমধ্যে ঢাকার চেয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মূলধন বেশি বেড়েছে।


সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।


তথ্য মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৫ হাজার ৬৫৮ কোটি ২৮ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৯৫৫ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২৯৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকা।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৭ হাজার ৭২০ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৪৫ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৩২৫ কোটি ১৩ লাখ । দুই স্টক এক্সচেঞ্জে অর্থাৎ পুরো পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৬২২ কোটি টাকার বেশি।


এদিকে, ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ২ হাজার ৩৩৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪৩৭ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২ হাজার ১০২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা বা ৪৭ দশমিক ৩৮ শতাংশ।


ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৫৮৩ কোটি ৮২ লাখ ১৪ হাজার টাকা। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৩৪ দশমিক ২২ শতাংশ বা ৩০৩ কোটি ৭১ লাখ ২৫ হাজার টাকা।


ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করছে।


গত সপ্তাহে ডিএসইতে ৩৭১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১২১টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৮টির শেয়ার ও ইউনিটের দর।


অপরদিকে, সিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ১২২ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬৯ কোটি ৪৫ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে।


সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৫২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৪১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৩৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে।


সিএসইতে গত সপ্তাহে ২৭৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ৮২টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com