শিরোনাম
পুঁজিবজার এখন ভালো করছে : শিবলী রুবায়েত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৫
পুঁজিবজার এখন ভালো করছে : শিবলী রুবায়েত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের পুঁজিবাজারে নেতিবাচক কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবায়েত-উল-ইসলাম। তিনি বলেন, ‘পুঁজিবজার এখন ভালো করছে।’


বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ’ (আইসিএমএবি) আয়োজিত ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০১৯’ অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম‌্যান এসব কথা বলেন।


শিবলী রুবায়েত বলেন, ‘অল্পদিনের মধ্যেই আমাদের পুঁজিবাজার দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। আমরা সবাই একসঙ্গে থাকলে এটা আরও বেশি অবদান রাখার সুযোগ পাবে।’


তিনি বলেন, ‘আইসিএমএবির ৩০ জনের বেশি সদস্য ইতোমধ্যে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সামনে আরও পেতে যাচ্ছেন। সুতরাং আপনারা বাংলাদেশের পুরো অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সম্প্রতি কমিশনের আলোচনার মাধ্যমে কিছু কিছু কেসের ক্ষেত্রে আপনাদের ব্যধ্যতামূলক সাহায্য নেওয়ার জন্য আইন-কানুন করা হয়েছে। শিগগিরই তা চলে আসবে।’


বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই বাংলাদেশকে এখন পরিচয় করিয়ে দেই। আমরা গর্বের সঙ্গে ইকোনোকি ও সোস্যাল ইকোনোমিক ইন্ডকেটর্সগুলো সেখানে তুলে ধরছি। সেখানে বাংলাদেশ এখন ইনকমপেয়ারেবল। আমরা যে প্রেজেন্টেশনগুলো করছি, তা দেখে বিদেশিরা অভিভূত হয়ে যায়। তারা বিশ্বাসই করতে চায় না যে, সত্যিই বাংলাদেশ আজ এ অবস্থানে আছে।’


প্রসঙ্গত, দেশের বিভিন্ন খাতের ৫৩টি প্রতিষ্ঠান আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেয়েছে। পুরস্কার পাওয়া প্র‌তিষ্ঠা‌নগু‌লোর ম‌ধ্যে শেয়ারবাজা‌রে তা‌লিকাভুক্ত র‌য়ে‌ছে ৪৬টি। করপোরেট প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে তাদের কর্মকাণ্ড বিচার বিশ্লেষণ করে এ পুরস্কার দেওয়া হয়েছে। এবারে মোট ১৫টি ক্যাটাগরিতে এসব পুরস্কার দেওয়া হয়েছে।


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com