শিরোনাম
ব্লক মার্কেটে ২১ কোটির বেশি লেনদেন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২১, ২০:৫৪
ব্লক মার্কেটে ২১ কোটির বেশি লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ২১ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসএস স্টিলের। কোম্পানির ১০ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাফার্জহোলসিম। কোম্পানির ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৩ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে আছে রেনাটা।


ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ ৫০ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১০ লাখ ৯২ হাজার টাকার, আমান ফিডের ৯ লাখ ১৮ হাজার টাকার, এপেক্স স্পিনিংয়ের ৫ লাখ টাকার, বারাকা পাওয়ারের ১৫ লাখ ৭৭ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ লাখ ৩২ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ১২ লাখ ১৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ২৯ লাখ ৬৭ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৪ লাখ ৭৫ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৯৬ লাখ ৪৭ হাজার টাকার, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১২ লাখ ৮০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৭ লাখ ৬০ হাজার টাকার, ম্যারিকোর ৯৭ লাখ ৭ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১১ লাখ ৫৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২১ লাখ ৬৭ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ১১ লাখ ৭৯ হাজার টাকার, সী পার্ল বীচের ২৫ লাখ ৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ১৭ লাখ ৭৩ হাজার টাকার, এপিএসসিএল বন্ডের ১১ লাখ ৫৭ হাজার টাকার এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


বিবার্তা/আদনান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com