শিরোনাম
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২১, ১৮:০৩
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে  ডমিনেজ স্টিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের পুঁজিবাজারে ফের বাড়ছে ডমিনেজ স্টিলের শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১২ জানুয়ারি) কোম্পানির শেয়ার ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে কোম্পানি ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, সদ্য তালিকাভুক্ত ডমিনেজ স্টিলের লেনদেন শুরু পর টানা কিছু দিন দর বৃদ্ধি পায়। অভিহিত মূল্য ১০ টাকা শেয়ার সর্বোচ্চ ৪৩ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে। পরে কারণ ছাড়াই গতিশীল বাজারে কোম্পানির শেয়ার দর পতন শুরু হয়, যা ৩১ টাকায় বেচাকেনা হয়। কোম্পানির শেয়ার দর গতিশীল বাজারে নিম্নমুখি হওয়ার কারণ খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি বিষয়টি খতিয়ে দেখছে।


এদিকে, ফের বাড়ছে কোম্পানির শেয়ার দর। আগের দিনের চেয়ে কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ৩ টাকা ১০ পয়সা বেড়ে সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।


ডিএসইর দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বেক্সিমকো। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৭৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।


রবি আজিয়াটা দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৬৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিএসআরএম স্টিল, আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি, বিবিএস কেবলস, সাইফ পাওয়ারটেক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স।


বিবার্তা/আদনান/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com