শিরোনাম
দাম বাড়ার শীর্ষে রবি আজিয়াটা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২১, ১৮:৫৯
দাম বাড়ার শীর্ষে রবি আজিয়াটা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক (৩ থেকে ৭ ডিসেম্বর) দাম বাড়ার শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা।


সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম ৫৯.৭৩ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৪১১ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা লেনদেন হরেছে, যা গড়ে প্রতিদিন ৮২ কোটি ৩৭ লাখ পাঁচ হাজার ৪০০ টাকা।


ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।


দাম বাড়ার শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার। গত সপ্তাহে শেয়ারটির দাম সর্বোচ্চ ৪৬.৯৪ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার সর্বমোট ৭৩ কোটি ৯১ লাখ ৬৭ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।


তৃতীয় স্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল। গত সপ্তাহে শেয়ারটির দাম সর্বচ্চো ৩৯.৬৪ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২৯ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করেছে, যা গড়ে প্রতিদিন ২৫ কোটি ৯০ লাখ ২৯ হাজার টাকা।


দাম বাড়ার শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ৩৮.৩৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৩৬.৫৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংক ২৭.১৪, লংকাবাংলা ফাইন্যান্স ২৫.৮০, এস এস স্টিল ২৩.৯১, সাইফ পাওয়ারটেক ২৩.৩৩ শতাংশ এবং পাওয়ার গ্রিড ২২.২৫ শতাংশ বেড়েছে।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com