
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষ অবস্থানে ছিল বেক্সিমকো।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) একই অবস্থানে রয়েছে কোম্পানিটি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির ১৫৮ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বেক্সিমকোর শেয়ার সর্বশেষ ৬৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানির দুই কোটি ৩৯ লাখ ১৭ হাজার ২৪০টি শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। কোম্পানির ১০৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে।
বেক্সিমকো ফার্মা লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১০২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে-আইএফআইসি ব্যাংক, রবি আজিয়াটা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, এসএস স্টিল, ন্যাশনাল ব্যাংক, সাইফ পাওয়ারটেক, পাওয়ার গ্রিড, সিটি ব্যাংক, অ্যাডভেন্ট ফার্মা, বিডি ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, জিএসপি ফাইন্যান্স, জিবিবি পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, ইফাদ অটোস, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
বিবার্তা/আদনান/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]