
করোনা মহামারির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে মুনাফা কমেছে ৭০ কোটি ৩৪ লাখ টাকা।
করোনার কারণে দুই মাস শেয়ারবাজার বন্ধ থাকায় মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
ডিএসইর ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৫ টাকা। সে হিসাবে মোট মুনাফা হয়েছে ২৭ কোটি ৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৯৭ কোটি ৪০ লাখ টাকা। আগের বছরের তুলনায় মুনাফা কমেছে ৭০ কোটি ৩৪ লাখ টাকা।
ডিএসই কর্তৃপক্ষ মনে করে, করোনার কারণে গত হিসাব বছরে ব্যবসা কম হয়েছে। প্রায় দুই মাস শেয়ারবাজার বন্ধ থাকলেও ব্যয় কমেনি। ফলে মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।
বিবার্তা/আদনান/জাই
Adnan Hossain
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]