শিরোনাম
উন্নয়নের জন্য রফতানি আয় বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২০, ১৯:৪৪
উন্নয়নের জন্য রফতানি আয় বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, টেকসই উন্নয়নের জন্য রফতানি আয় বাড়াতে হবে। বাংলাদেশ এসএমই খাতকে অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে কানাডায় এক বিলিয়ন ডলারের পণ্য রফতানি করা হয়।


শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল আমারিতে ‘এক্সপোর্ট লঞ্চপ্যাড বাংলাদেশ’ প্রথম পর্বে ২৯ বাংলাদেশীর মধ্যে ট্রেড প্রফেশনাল সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাণিজ্য মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন নতুন বাজার খুঁজে পণ্য রফতানির নির্দেশ দিয়েছেন। আমাদের অনেক পণ্য আছে, কিন্তু রফতানি আয় অল্প। এজন্য আমরা পাটজাত পণ্য সেখানে রফতানি করব। কানাডায় রফতানি বাড়ানোর সুযোগ আছে। কানাডার একটি প্রদেশে সম্প্রতি প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। অতএব, আমাদের পাটজাত পণ্য রফতানির সুযোগ বেড়েছে। শুধু কানাডা নয়, বিশ্বব্যাপী পাটজাত পণ্য রফতানির সুযোগ বেড়েছে। সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’


ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়া প্রেফনতেন বলেন, ‘কানাডায় পণ্য রফতানির বেশ সুযোগ আছে বাংলাদেশী কোম্পানিগুলোর। কানাডার অনেক বড় কোম্পানি বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে। এসএমই খাতের উদ্যোক্তারাও কানাডায় কৃষি ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্য রফতানি করতে পারে।’


তিনি আরো বলেন, ‘কানাডা এসএমই সেক্টরকে অগ্রাধিকার দেয়। কানাডার ৯০ শতাংশ মানুষ এসএমই সেক্টরে কাজ করেন। এ খাতে দক্ষ জনশক্তি তৈরি করতে প্রশিক্ষণের বিকল্প নেই।’


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের ডিরেক্টর হানি সালেম সম্বল, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান, টিএফও কানাডার নির্বাহী পরিচালক স্টিভ টিপম্যান, অতিরিক্ত বাণিজ্য সচিব এ এইচ এম শফিকুজ্জামান ও নারী উদ্যোক্তারা।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com