শিরোনাম
কমেছে সূচক, বেড়েছে লেনদেন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২০, ১৬:৪১
কমেছে সূচক, বেড়েছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের পুঁজিবাজারে বুধবার (১১ নভেম্বর) কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। এদিন লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।


জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৮৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইর শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছে।


এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭৫ কোটি ২৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯২৫ কোটি ১১ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭৯টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির শেয়ার দর।


অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩১ পয়েন্ট কমে ৮ হাজার ৪৩৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৫০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৪ পয়েন্টে।


সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।


সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৭ লাখ টাকা।


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com