শিরোনাম
বাঙালি পণ্যের সমাহার ‘রুপকন্যার গল্প’
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪২
বাঙালি পণ্যের সমাহার ‘রুপকন্যার গল্প’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুধা একজন এন্টারপ্রিনিয়র। বিবিএ ও এমবিএ শেষ করেছে ২ বছর হল। এর মাঝে দুইটা চাকরিও করেছে। তবে বরাবর তার ইচ্ছে নিজের পরিচয়ে পরিচিত হবার মত কিছু করা। ক্রিয়েটিভ কাজ করতে ভালো লাগতো ছোট থেকেই।


তাই ৩ বান্ধবী মিলে এক বছর আগে শুরু করেছে একটা জুয়েলারি বিজনেস। যার সব টুকু নিজেদের ডিজাইন করা, নিজ হাতে বানানো। কপালের টিপ যুগ যুগ ধরে বাংলার মেয়েরা পরছে। তাই টিপের নতুনত্ব আনতে ডিজাইনার টিপ বানিয়ে সবার খুব পছন্দের তালিকায় যেতে পেরেছে তারা।



অনেক সাড়া পেয়েছে। বড় বড় সেলিব্রিটি, আর্টিস্টদের কপালে শোভা পেয়েছে সুধার বানানো টিপ। আর কটন জুয়েলারির তো চাহিদা অনেক, সেটাও মেয়েদের মন কেড়েছে।


নিজেদের ডিজাইন দিয়ে বানানো প্রিন্ট করা কাপড় দিয়ে বানানো গহনা, চুড়ি কানের দুল, গলার মালা, আংটি সহ আরো অনেক কিছু। যুগের সাথে তাল মিলিয়ে জিন্স নেটের কাপর দিয়েও অনেক সুন্দর সুন্দর গহনা বানানো হয়।


বিজনেসের শুরুতেই এক বান্ধবী ছেড়ে যায়। মন খারাপ করেও এগিয়ে যাওয়ার খুব চেষ্টা চালায় বাকি দুইজন। ভালোই চলছিল, মাথায় আকাশ ভেংগে পরে, যখন সুধার আরেক বান্ধবী গত ৭ সেপ্টেম্বর ২০১৯ এ ভুল চিকিৎসায় মারা যায়। এই ধাক্কা সামলে উঠতে তার অনেক সময় লেগেছে।



তবে সবার অনুরোধে সে আবার শুরু করে।এখন একাই করছে। সবার অনেক অনেক ভালবাসা তাকে আরো সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে। সুধার যে পেজ আছে তার নাম ‘রুপকন্যার গল্প’। আপাতত জুয়েলারি টিপ এসব পাওয়া যাচ্ছে এই পেজে। তবে সামনে দেশীয় শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, ঘর সাজানোর জিনিসসহ আরো রকমারি জিনিস আসবে।পেজ টা খুবই কাস্টমার ফ্রেন্ডলি। অর্ডার করার ২,৩ দিনের মধ্যেই ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গায় ডেলিভারি করে থাকে।



পেইজটি ভিজিট করতে ক্লিক করুন-


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com