শিরোনাম
স্বর্ণ আমদানির ওপর ভ্যাট প্রত্যাহার
প্রকাশ : ১১ জুন ২০২০, ১৭:০২
স্বর্ণ আমদানির ওপর ভ্যাট প্রত্যাহার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট স্বর্ণবার আমদানির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমানোর প্রস্তাব করেছেন।


বৃহস্পতিবার (১১ জুন) উত্থাপন করা ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার এই বাজেটে ভ্যাট কমানোর এ প্রস্তাব করা হয়। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট পেশ শুরু হয়।


বৈধপথে স্বর্ণ আমদানিতে উৎসাহ দেয়ার লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরের বাজেটে ১৫ শতাংশ ভ্যাট কমানোর প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।


অর্থমন্ত্রী বলেন, ২০১৮ সালে স্বর্ণ নীতিমালা প্রণীত হলেও স্বর্ণ আমদানিতে করভার বেশি থাকার ফলে এ যাবৎ দেশে বৈধভাবে কোনো স্বর্ণ আমদানি হয়নি। অবৈধপথে স্বর্ণ আমদানি নিরুৎসাহিত করা এবং অথরাইজড ডিলারদের মাধ্যমে বৈধপথে স্বর্ণ আমদানিতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে স্বর্ণবার আমদানির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করছি।


তিনি বলেন, আশা করছি এর ফলে বৈধপথে স্বর্ণ আমদানি এবং স্থানীয় পর্যায়ে স্বর্ণালঙ্কার তৈরি ও বিপণনখাতে মূল্য সংযোজন কর আহরণ বৃদ্ধি পাবে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com