শিরোনাম
চলতি বছর প্রবৃদ্ধি হবে ১.৬ শতাংশ: বিশ্বব্যাংক
প্রকাশ : ০৯ জুন ২০২০, ২০:২২
চলতি বছর প্রবৃদ্ধি হবে ১.৬ শতাংশ: বিশ্বব্যাংক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস মহামারির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ১.৬ শতাংশে নেমে আসতে পারে। বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস ২০২০ প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি আরো কমে ১ শতাংশে নেমে যেতে পারে।মহামারির কারণে বিশ্বজুড়ে তৈরি পোশাকের চাহিদা দুর্বল হয়ে পড়ায় বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় দীর্ঘ লকডাউনের কারণে ভারত ও নেপালের মতো বাংলাদেশেও মানুষের ব্যক্তিগত ভোগ মারাত্মকভাবে কমেছে


ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে দেশের শিল্পপণ্য উৎপাদন ব্যাহত হয়েছে, যা রপ্তানির পরিমাণ কমিয়ে দিয়েছে। এছাড়া প্রবাসী আয়েও পতন হয়েছে। আবার পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে, এটি কেবল দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাই নয়; শিল্পখাতের পণ্য আনা-নেয়াকেও ব্যাহত করেছে।


প্রতিবেদনে আরো বলা হয়েছে, মৃত্যুর মিছিল বাড়তে থাকা ছাড়াও মহামারির কারণে দারিদ্র্য দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকি রয়েছে, যা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার নিম্ন-আয়ের দেশগুলোতে প্রভাব ফেলবে।এছাড়া মহামারির কারণে সরবরাহ ব্যাহত হলে খাদ্য দ্রব্যের দাম ব্যাপক বেড়ে খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টি হতে পারে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com