
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
শনিবার (২৩ মে)মোরশেদুল ইসলামের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
এর আগে গত ১৭ মে মোরশেদুল আলমসহ পরিবারের ৬ সদস্যের কভিড-১৯ পরীক্ষায় পজিটিভ ফল আসে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তিনি। এরপর শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোরশেদুল ইসলাম।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]