শিরোনাম
প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের আহ্বান ব্যবসায়ী নেতাদের
প্রকাশ : ০৬ মে ২০২০, ১৬:৫৬
প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের আহ্বান ব্যবসায়ী নেতাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকার ঘোষিত প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করার জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বুধবার (৬ মে) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক আলোচনা সভায় ব্যবসায়ীরা এ আহ্বান জানান।


ব্যবসায়ী নেতারা বলেন, সরকার সহযোগিতার ঘোষণা দিলেও ব্যাংকগুলোর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতার ঘাটতি রয়েছে। ডকুমেন্ট কিংবা ছোটখাট কারণে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এ সুবিধার আওতায় আসতে পারছেন না। ব্যাংকের শাখাগুলো এখনো এসব নির্দেশনা অবহিত নয়। অর্থমন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও ব্যাংক থেকে নির্দেশনা পায়নি।


এ ধরণের বেশকিছু সমস্যার কথা তুলে ধরে তারা দ্রুত প্রণোদনার অর্থ ছাড়ের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় প্রণোদনার এ উদ্দেশ্য সফল হবে না।


রাজধানীর মতিঝিলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এ সময় ফেডারেশনের বর্তমান ও সাবেক নেতা, ব্যাংকের প্রতিনিধি ও অর্থনীতিবিদরা তাদের মতামত তুলে ধরেন।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com