শিরোনাম
হাওরের ৪৪ শতাংশ ধান ঘরে উঠেছে: কৃষিমন্ত্রী
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২০, ২০:০৫
হাওরের ৪৪ শতাংশ ধান ঘরে উঠেছে: কৃষিমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

হাওরের ৪৪ শতাংশ ধান ঘরে উঠেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। শনিবার (২৫ এপ্রিল) সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন


কৃষিমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারছে। ইতোমধ্যে ৪৪ শতাংশ ধান ঘরে তুলেছে। অস্বাভাবিক বৃষ্টিপাত বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, আমরা আশাবাদী হাওরের কৃষকেরা সময়মতো ধান ঘরে তুলতে পারবে।


এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জেলা, উপজেলা, ইউনিয়ন কৃষি বিভাগের পাশাপাশি সামাজিক সচেতনতার ফলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন-কৃষকলীগ, ছাত্রলীগ, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকসহ নানান পেশার মানুষ যারা ধান কাটায় এগিয়ে এসেছেন, কৃষকের ধান কেটে দিচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com